সাকিবদের চিন্তার কারণ দিল্লির বায়ুদূষণ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। এই ম্যাচের আগে দিল্লির অতিমাত্রার বায়ুদূষণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের।
২০১৭ সালে ভারত সফরে গিয়ে বায়ুদূষণের বিড়ম্বনায় পড়েছিল শ্রীলঙ্কা। সেবার দিল্লি টেস্টে মাস্ক পড়ে খেলতে হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেটারদের। এবার একই পরিস্থিতির সামনে পড়তে পারে বাংলাদেশ।

মূলত হিন্দু ধর্মালম্বীদের উৎসব দীপাবলির সময় দিল্লির আবহাওয়া খুবই খারাপ হয়ে যায়। এবার এই দীপাবলির এই উৎসবের এক সপ্তাহ পরেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।
অবশ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, এই বায়ুদূষণ বাংলাদেশ-ভারত ম্যাচে প্রভাব ফেলবে না। তাঁরা আশাবাদী ভারত-বাংলাদেশ ম্যাচের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন ‘দীপাবলির এক সপ্তাহ পর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমরা আশাকরি এর প্রভাবে খেলোয়াড়দের স্বাস্থ্যগত কোনো সমস্যায় পড়তে হবে না।’
মূলত ভ্রমণের সুবিধার্থে দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি আয়োজন করা হচ্ছে। এখন বাংলাদেশের এই সুবিধাই কাল হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) জানিয়েছে, বাংলাদেশ-ভারত ম্যাচের সময় দিল্লির বায়ুদূষণের মাত্র খুবই বেশি থাকবে।
বায়ুদূষণের মাত্রা ৩০১-৪০০ খুবই খারাপ বলে ধরা হয়। একিউআইয়ের মতে শহরটিতে বায়ুদূষণের মাত্রা এখন ৩৫৭। ফলে কোহলিদের মুখোমুখি হওয়ার আগেই বায়ুদূষণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।