promotional_ad

দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো দল বাংলাদেশঃ হোয়াটমোর

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো দল হিসেবে আখ্যা দিয়েছেন সাকিব-তামিমদের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে বাংলাদেশ, বিশ্বাস শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই কোচের। 


সম্প্রতি ভারত সফরে বেশ নাকানিচুবানি খেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ ড্র করার পর টেস্ট সিরিজে বিরাট কোহলিদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে প্রোটিয়ারা। ভারতের মাটিতে তাদের এই পারফরম্যান্স দেখার পর উপমহাদেশের দেশ হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে এগিয়ে রাখছেন হোয়াটমোর।



promotional_ad

তিনি বলেন, 'টি-টোয়েন্টি সিরিজটি রোমাঞ্চকর হবে। বাংলাদেশ এখন দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো দল। তাদের খেলোয়াড়রা অনেক টি-টোয়েন্টি লিগে খেলেছে। এটি তাদের জন্য কার্যকর হবে। একই সঙ্গে তারা সবসময় একটি বিপদজনক দল। নিজেদের দিনে তারা যেকোনো অঘটন ঘটাতে পারে।'


বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে। তাঁকে ছাড়াও যে ভারত যথেষ্ট শক্তিশালি দল সেটি মানছেন হোয়াটমোর। দলে রয়েছেন ইনফর্ম রোহিত শর্মা। কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন তিনি। 


হোয়াটমোর বলেন, 'কোনো সন্দেহ নেই কোহলি যেকোনো ফরম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যান। দলে তাঁর উপস্থিতি যেকোনো দলের জন্য প্রেরণাদায়ক। তবে কোহলিকে ছাড়াও ভারত শক্তিশালি দল। রোহিত শর্মা এখন দারুণ ফর্মে আছে। ঘরের মাটিতে যেকোনো প্রতিপক্ষের জন্য ভারত কঠিন একটি দল। বাংলাদেশের জন্য এটা কঠিন একটি পরীক্ষা বলতে হবে।'  



দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফর থেকে পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball