এক বছর পর ঘরের মাটিতে খেলতে নামছেন স্মিথ-ওয়ার্নার

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি রবিবার মাঠে নামছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
এই ম্যাচ দিয়েই দীর্ঘ ১ বছর পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলতে নামবেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এবারই ঘরের মাঠে প্রথম খেলতে নামছেন তাঁরা।
গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল বিকৃতি করায় এক বছর নিষিদ্ধ হন স্মিথ এবং ওয়ার্নার। নিষেধাজ্ঞা শেষে বিশ্বকাপে ওয়ানডে ফরম্যাটে ফিরেছেন তাঁরা। এরপর অ্যাশেজ দিয়ে টেস্ট ফরম্যাটে ফেরেন এই দুই তারকা।

এবার টি-টোয়েন্টিতে মাঠে নামছেন অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটিং ভরসা। এদিকে, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে না খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরছেন শ্রীলঙ্কা দলের অভিজ্ঞ খেলোয়াড়রা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্কানদের নেতৃত্ব দেবেন লাসিথ মালিঙ্গা। সদ্যই টি-টোয়েন্টির এক নম্বর দল পাকিস্তানকে তাদেরই মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে এসেছে শ্রীলঙ্কা।
মূল দলের খেলোয়াড়রা ফিরলেও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করায় অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা ধরে রেখেছেন ভানুকা রাজাপাকশে ও ওশাদা ফার্নান্ডো। অস্ট্রেলিয়ার পেস বান্ধব কন্ডিশনেও স্পিন বোলিং নির্ভর দল গড়েছে শ্রীলঙ্কা।
স্কোয়াডে আছেন দুই রিস্ট স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা ও লাকশান সান্দাকান। তাদের সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন দাসুন শানাকা ও শেহান জয়াসুরিয়া। আগামী ৩০ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে অজিরা। ১ নভেম্বর মেলবোর্নে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
শ্রীলঙ্কার স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দানুস্কা গুনাথিলাকা, অভিষ্কা ফার্নান্ডো, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), দাসুন শানাকা, শেহান জয়াসুরিয়া, ভানুকা রাজাপাকশে, ওশাডা ফার্নান্ডো, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, ইসুরু উদানা, কাসুন রাজিথা।
অস্ট্রেলিয়া স্কোয়াডঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।