promotional_ad

ছিটকে পড়লেন টাই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কনুইয়ের ইনজুরির কারণে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার এন্ড্রু টাই।


অপরদিকে সাইড স্ট্রেইনের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুক্রবার প্রস্তুতি ক্যাম্প চলাকালীন ডান হাতের কনুইয়ে চোট পান টাই।


এরপরই সিরিজ থেকে ছিটকে পড়তে হয় তাঁকে। টাইয়ের পরিবর্তে অস্ট্রেলিয়া স্কোয়াডে জায়গা পেয়েছেন একটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলা শন অ্যাবট।



promotional_ad

অস্ট্রেলিয়া শিবিরে অ্যাবটের যোগ দেয়ার বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই ডানহাতি পেসার ছাড়াও দলে থাকছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, বিলি স্ট্যানলেক এবং কেন রিচার্ডসনরা। 


এছাড়াও দলে থাকছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ব্যাটসম্যানরা। রবিবার অ্যাডিলেড ওভালে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। 


অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াডঃ 


অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট   



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball