promotional_ad

সাকিবকে ছাড় দেয়ার প্রশ্নই ওঠে নাঃ পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়েই টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করায় সাকিব আল হাসানের উপর চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের বিরদ্ধে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্তও নিয়েছেন তিনি। 


সম্প্রতি গ্রামীণফোনের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করেছেন সাকিব। কিন্তু এই চুক্তি করার আগে বোর্ডকে কিছু জানাননি তিনি। এখানেই আপত্তি বিসিবির। কারণ বোর্ডের অনুমতি ছাড়া কোনো ক্রিকেটারই টিম স্পন্সরদের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তিতে যেতে পারবে না। 



promotional_ad

এই ব্যাপারে সাকিবকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, 'সাকিব বললেও ছাড় দেয়া হবে না, প্রশ্নই উঠে না। আমাদের আইন অনুযায়ী এটা কোনোভাবেই করার কথা নয়, করতে পারে না। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেটা ঐ টেলিকম কোম্পানিও জানে, খেলোয়াড়রাও জানে।'


সাকিবকে কারণ দর্শানো নোটিশও দেয়া হচ্ছে বোর্ডের পক্ষ থেকে বলে জানান নাজমুল হাসান। তাঁর ভাষায়, 'ওদের (গ্রামীণ) সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এটি কেন করলো, আগে তো ওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সেই কারণে ওকে আমরা চিঠি দিচ্ছি। তবে একটা ব্যাপার হলো এটি কোনোভাবেই সে করতে পারে না, সম্পূর্ণভাবে বেআইনি।' 


১১ দফা দাবিতে কয়েকদিন আগে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশের ক্রিকেটাররা  সেই ধর্মঘটের নেতৃত্ব দেন সাকিব। তবে ধর্মঘট চলাকালীন গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেন তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball