promotional_ad

পাকিস্তানে হারে শুরু জাহানারাদের

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৪ রানের ব্যবধানে হেরছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানের দেয়া ১২৭ রানের লক্ষ্যে ১১২ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।


মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। মিডল অর্ডারে সানজিদা ইসলাম (১৪) এবং নিগার সুলতানা (১৭) কিছুটা প্রতিরোধ গড়েছেন ।


সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন রুমানা আহমেদ। এছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। এর ফলে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রানে থামে বাংলাদেশ নারী দলের ইনিংস।


পাকিস্তানের হয়ে ২টি উইকেট নিয়েছেন আনাম আমিন। একটি করে উইকেট নিয়েছেন ডায়না বেগ, আলিয়া রিয়াজ, সাদিয়া ইকবাল, কিয়ানাত ইমতিয়াজ এবং বিসমাহ মারুফ।



promotional_ad

এর আগে, এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান নারী দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দেন জাহানারা আলম। তিনি পাকিস্তানি ওপেনার সিদরা আমিনকে ব্যক্তিগত ৪ রানে বোল্ড করে সাজঘরে ফেরান।


এরপর আরেক ওপেনার জাভেরিয়া খানকেও নিজের শিকার বানিয়েছেন এই পেসার। তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করে বিপর্যয় সামাল দেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ এবং ওমাইমা সোহেল।


মারুফ ৩৪ রান করে লতা মন্ডলের বলে এলবিডব্লিউ হলে এই জুটি ভাঙে। ওমাইমা ফিরেছেন ৩৩ রান করে রুমানা আহমেদের শিকার হয়ে। আলিয়া রিয়াজ আউট হয়েছেন মাত্র ৭ রান করে।


এরপর শেষ দিকে ইরাম জাভেদ ২১ রান করে ফিরলে আর কেউ দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। সিদরা নওয়াজ ১৬ রান করে অপরাজিত থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন।


ডাইনা বেগ অপরাজিত ছিলেন ২ রান করে। বাংলাদেশের হয়ে ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন জাহানারা আলম। ১টি করে উইকেট পেয়েছেন লতা, রুমানা এবং পান্না ঘোষ।
 



সংক্ষিপ্ত স্কোরঃ


পাকিস্তানঃ ২০ ওভারে ১২৬/৭ ( মারুফ ৩৪, সোহেল ৩৩, জাভেদ ২১; জাহানারা ৪/১৭)


বাংলাদেশঃ ২০ ওভারে ১১২/৭ ( সানজিদা ১৪, নিগার ১৭, রুমানা ৫০; আমিন ২/১৩)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball