ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক হতে চান হজ

ছবি: ছবিঃ সিএ

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক হতে চান ব্র্যাড হজ। সিএ গত বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে নির্বাচক খোঁজার বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনটি চোখ এড়ায়নি অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যানের।
সম্প্রতি একটি রেডিও চ্যানেলকে মজা করে হজ বলেন, 'আমি আবেদনপত্র পূরণ করছিলাম ওয়েবসাইটে, যদিও সেটা তখন কাজ করেনি। এরপর আমি ঠিকমতো আবেদন করার চেষ্টা করেছি।'

অবশ্য সিএ এর নির্বাচক হতে পারাটা সহজ কিছু নয়, এমনটাও মানছেন ৪৪ বছর বয়সী হজ। তিনি আরও বলেন, 'এই ভূমিকায় কাজ করতে পারলে আমার ভালো লাগবে। অবশ্য লম্বা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ভালো কয়েকজন পদপার্থীও থাকবে। কাজটি একদম সহজ নয়।'
অস্ট্রেলিয়ার হয়ে ছয়টি টেস্ট খেলেন হজ। ওয়ানডে খেলেন ২৫টি। রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্টদের সময়ের এই ব্যাটসম্যান টেস্টে ৫৫.৮৮ গড় নিয়েও বাদ পড়েন।
তখনকার সময়ে বেশিরভাগ সিরিজে ওয়ানডে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ হতো না ধ্রুপদি এই ব্যাটসম্যানের। ক্যারিয়ারের শেষদিকে অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বনে যান হজ।
আইপিএল, বিপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। যেখানে ২৭৭টি ম্যাচ খেলে ৩৬.৮৪ গড়ে ৭,৪০৬ রান করেন হজ।