promotional_ad

এক কোটি রুপি ক্ষতির মুখে আমির, শোয়েবরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী মাস থেকে শুরু হতে যাওয়া টি-১০ লিগে খেলার কথা ছিল পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির এবং শোয়েব মালিকের। কিন্তু টুর্নামেন্টটিতে খেলার জন্য তাঁদের অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে প্রায় এক কোটি রুপি ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন তাঁরা।


আমির এবং শোয়েবকে অনাপত্তিপত্র না দিলেও সাবেক দুই ক্রিকেটার শহীদ আফ্রিদি এবং ইমরান নাজিরকে টুর্নামেন্টে অংশ নেয়ার অনুমতি দিয়েছে পিসিবি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে কেন্দ্রীয় এবং ঘরোয়া ক্রিকেটে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা টি-১০ লিগে অংশ নিতে পারবেন না।



promotional_ad

এই প্রসঙ্গে স্টার স্পোর্টসকে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘কেন্দ্রীয় ও ঘরোয়াভাবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অনাপত্তিপত্র প্রত্যাহার করা হয়েছে। খেলোয়াড়দের শ্রমের সুষম ব্যবস্থাপনা ও কায়েদে আজম ট্রফিতে খেলা নিশ্চিত করতে পিসিবি শর্তসাপেক্ষে টি১০ টুর্নামেন্টে খেলোয়াড়দের অংশ নেওয়ার অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে।’ 


অবশ্য শুধু আমির কিংবা শোয়েবই নন, টি-টেন লিগে অংশ নেয়ার কথা ছিল মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম এবং ওয়াহাব রিয়াজদের মতো তারকাদেরও। পিসিবির নিয়ম অনুযায়ী জাতীয় দলে খেলা এই ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন না টুর্নামেন্টটিতে।


৮ দলের অংশগ্রহণে আগামী মাসের ১৪ তারিখ আবু ধাবিতে শুরু হবে টি-১০ লিগের তৃতীয় আসর। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলোঃ কালান্দার্স, মারাঠা অ্যারাবিয়ানস, বেঙ্গল টাইগার্স, কর্নাটাকা টাস্কার্স, দিল্লি বুলস, ডেকান গ্ল্যাডিয়েটর্স, নর্দান ওয়ারিয়র্স, টিম আবু ধাবি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball