আজহার-বাবর অধিনায়ক হওয়ায় অসন্তুষ্ট মঈন

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের টেস্ট এবং টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেয়া হয়েছে যথাক্রমে আজহার আলী এবং বাবর আজমকে। এমন সিদ্ধান্তে খুশি নন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক মঈন খান।
নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদকে ছুঁড়ে ফেলায় নাখোশ হয়েছেন তিনি। এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হক, এমনটা মনে করছেন মঈন।

সম্প্রতি মঈন বলেন, 'টি-টোয়েন্টিতে বাবর আজমকে অধিনায়কত্ব দেয়া এবং টেস্টে আজহার আলীকে অধিনায়কত্ব দেয়াটা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। মিসবাহ প্রেস কনফারেন্সে যা বলেছিল অমনটা কিন্তু হলো না।'
বাবর আজমকে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার জন্য তৈরি করা যেত বলে মনে করছেন পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। একইসঙ্গে আজহার আলীকে শুধুমাত্র টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে চান মঈন।
তিনি আরও বলেন, 'আমরা বাবর আজমকে ভবিষ্যতের একজন নেতা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। এ কারণে শ্রীলঙ্কা সিরিজে আমরা তাকে সহ অধিনায়কত্ব দিয়েছিলাম। মাত্র এক সিরিজ শেষেই বাবর অধিনায়ক হয় কীভাবে?
আবার টেস্টে ক্রিকেটে আদর্শবান ব্যাটসম্যান হিসেবে আজহার আলীর প্রতি ভরসা করেছিল ম্যানেজমেন্ট। এ কারণে সে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরও নিয়েছে। এখন সে টেস্টের অধিনায়ক কীভাবে?'