পান্ডিয়ার বদলেই স্কোয়াডে শিভম ডুবে

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
কোমরের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি হার্দিক পান্ডিয়া। তাঁর বদলে দলে নেয়া হয়েছে ২৬ বছর বয়সী তরুণ অলরাউন্ডার শিভম ডুবেকে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ স্কোয়াড ঘোষণার সময় এমনটা জানিয়েছেন।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টি দলে আমাদের হার্দিক পান্ডিয়া ছিল। এরপর আমরা বিজয় শঙ্করকেও চেষ্টা করেছি। এখন মনে হচ্ছে শিভম ডুবে অলরাউন্ডার হিসেবে খেলতে প্রস্তুত।

সে আগ্রাসী ব্যাটিং করে। ভারত 'এ' দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে দারুণ খেলেছে।’
নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৭ ও ১০ নভেম্বর।
সিরিজটিকে সামনে রেখে মূলত তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে বিসিসিআই। বিরাট কোহলির অনুপস্থিতিতে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
ভারতীয় দলে ফিরেছেন একটি টি-টোয়েন্টি খেলা ডানহাতি ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। পাশাপাশি স্কোয়াডে ফিরেছেন তারকা স্পিনার যুবেন্দ্র চাহাল এবং শার্দুল ঠাকুর।
বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। পান্ডিয়ার মতো ইনজুরির কারণে ছিটকে পড়েছেন নবদ্বীপ সাইনি।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সাঞ্জু স্যামসন, শ্রেয়াশ আইয়ার, মনিষ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভম ডুবে ও শার্দুল ঠাকুর।