বাংলাদেশের বিপক্ষে খেলতে পারলেই খুশি স্যামসন

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। স্কোয়াডে জায়গা পেলেও একাদশে খেলা সহজ হবে না স্যামসনের জন্য। এ কারণে একাদশে সুযোগ পাওয়াকেই বড় কিছু মনে করছেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।
স্যামসন বলেন, ‘শুধু উইকেটরক্ষক হিসেবে দলে খেলছি নাকি টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবেও দলে খেলছি, সেটা ব্যাপার না। আপাতত একাদশে জায়গা পেলেই আমি সন্তুষ্ট। আমাকে যে দায়িত্ব দেয়া হবে সেটা পালন করার চেষ্টা করব।’

দলে ঋষভ পান্তের মতো উইকেটরক্ষক থাকায় একাদশে সুযোগ পাওয়া নিশ্চিত নয় পান্তের। যদিও সাম্প্রতিক ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন পান্ত। টি-টোয়েন্টি স্কোয়াডে স্যামসনকে রেখে যেন পান্তকে জ্বলে ওঠার বার্তা দিতে চাইলেন ভারতের নির্বাচকরা। সুযোগ পাওয়ার দ্বারপ্রান্তে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত স্যামসনও।
তিনি আরও বলেন, ‘ভারতীয় দলে ফিরতে পেরে খুব ভালো লাগছে। আমি এমন সুযোগের অপেক্ষায় ছিলাম। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার চেষ্টা থাকবে। আমাকে যে বিশ্বাস করে দলে নেয়া হয়েছে সেটা পূরণ করার চেষ্টা থাকবে।’
এর আগে স্যামসনকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছিলেন, ‘বিশ্বকাপ শেষেই আমরা তরুণদের সুযোগ দেয়ার চিন্তা করেছি। স্যামসনকে বাড়তি উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে।
শেষবার যখন স্যামসন বাদ পড়েছে, তখন সে ধারাবাহিক ছিল না। এরপর সে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছে। ভালো খেলার কারণেই সে দলে জায়গা করে নিয়েছে।’
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সাঞ্জু স্যামসন, শ্রেয়াশ আইয়ার, মনিষ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভম ডুবে ও শার্দুল ঠাকুর।