promotional_ad

গাঙ্গুলির সঙ্গে আলোচনায় বসতে মুখিয়ে আছেন কোহলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।  


ভারতের ক্রিকেটকে সামনে এগিয়ে নেয়ার জন্য গাঙ্গুলির সঙ্গে পরিকল্পনা সাজাবেন কোহলি। ১১৩ টেস্ট এবং ৩১১ ওয়ানডে খেলা গাঙ্গুলি দীর্ঘদিন ভারতের অধিনায়কত্ব করায় দলের প্রয়োজন বুঝতে তাঁর অসুবিধা হবে না, মতামত কোহলির। এ কারণেই গাঙ্গুলির সঙ্গে বৈঠক করা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন কোহলি।



promotional_ad

কোহলি বলেন, ‘আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করব। আমি একটি সুষ্ঠু আলোচনার অপেক্ষায় আছি। সে এমন একজন ক্রিকেটার যে এর আগে অনেক ক্রিকেট খেলেছে, যে পরিস্থিতি বুঝতে পারে, দলের প্রয়োজন বুঝতে পারে এবং ভারতীয় ক্রিকেটের দরকার বুঝতে পারে।’


কোহলির বিশ্বাস গাঙ্গুলির মতো ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা যথেষ্ট কার্যকরী হবে। তাঁর ভাষ্যমতে, ‘আপনার একটি সুষ্ঠু, পেশাদার এবং উচ্চ পর্যায়ের আলোচনা প্রয়োজন। এটি একটি স্বাস্থ্যকর আলোচনা হবে কারণ আমি এখন খেলছি এবং সে এরআগে খেলেছে, এখানে বিষয়গুলো বোঝার বিষয় থাকবে। এর আগেও আমি তাঁর সঙ্গে আলোচনা করেছি এবং আশা করি এবারও করব।’ 


বুধবার (২৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball