promotional_ad

এই আন্দোলন পূর্বপরিকল্পিতঃ পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী মাসেই ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ১১ দফা দাবিতে ক্রিকেটারররা ধর্মঘটের ডাক দেয়ায় হুমকির মুখে পড়েছে সফরটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। 


ভারত সফরের ঠিক আগে এভাবে ধর্মঘট ডাকার ব্যাপারটি মোটেই সহজভাবে নিচ্ছেন না তিনি। এই বিষয়টিকে পূর্বপরিকল্পিত বলে মনে করছেন বিসিবি প্রধান। দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এই কাজটি করা হচ্ছে বলে অভিমত তাঁর। 



promotional_ad

বিসিবি প্রধান বলেন, 'ক্রিকেটের উন্নতির কথা বলছে তারা, কিন্তু উন্নয়নের কোনো লক্ষ্মণই আমি কোথাও দেখছি না। যেসব জিনিস ওরা চাইলেই পাবে সেই জন্য ওরা আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত ওরা আসেনি, ওরা হয়তো আসবেও না। এমনকি আমাদের এখান থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও কাজ হচ্ছে না, ফোন দিলে ফোন ধরে না। আপনারা এটা সহজে বুঝতে পারছেন যে এটি পুরোপুরি পূর্ব পরিকল্পিত।'


খেলোয়াড়দের এই পরিকল্পনা সফল হয়েছে জানিয়ে পাপন আরো বলেন, 'ওরা যে আমাদের কাছে না এসে মিডিয়াতে গিয়ে এগুলো বললো এটাও একটি বিশেষ কারণে করেছে। এতে এখন পর্যন্ত তারা সফল এবং তারা বয়কট করলো আমাদের কোনো সুযোগ না দিয়েই। এই যে বন্ধ করলো এর সবকিছুই একটি পরিকল্পনার অংশ। আপনারা সবকিছু জানেন আমি জানি, দেশের মানুষও জানে। কারণ কম মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয় না। অনেকেই মতামত জানাচ্ছে আমাকে।' 


টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ভারতে মাত্র একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এই প্রথম দুটি টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে সাকিবরা। আর এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন। গুরুত্বপূর্ণ সিরিজটির আগে এভাবে খেলা বয়কট করাতে বেশ খেপেছেন বিসিবি সভাপতি।



তাঁর বক্তব্য, 'আমি যখন ক্রিকেট বোর্ডে আসি তখন আইসিসির বোর্ড মিটিংয়ে যখন যাই, এরপর শুধু আলোচনা চলছিল যে বাংলাদেশ টেস্ট থেকে বাদ। বাংলাদেশ আর জিম্বাবুয়ে টেস্ট থেকে বাদ। ওরা আমাদের সঙ্গে টেস্ট খেলবে না, টেস্ট স্ট্যাটাস বাদ। সেই জায়গা থেকে ঘুরিয়ে এনে এত কষ্ট করে বাংলাদেশকে নিয়ে আমরা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছি। ঠিক এই সময়টায় ধর্মঘট ডাকা, ক্যাম্পে না যাওয়া এটা কারো বুঝতে বাকি নেই যে আসলে কি হচ্ছে এখানে।'


সোমবার ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশের ক্রিকেটাররা। মূলত দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর জন্য ক্রিকেটাররা এই আন্দোলনে নামেন। এই দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে নেন সাকিব-তামিমরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball