বিশ্বকাপে চোখ ফিঞ্চের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নিজেদের বড় সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
তাঁর মতে বিশ্বকাপ জয়ের এমন সুবর্ণ সুযোগ আর কখনো আসবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সতীর্থরা নিজেদের শতভাগ ঢেলে দেবে বলেও বিশ্বাস ফিঞ্চের। নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের সুযোগ লুফে নিতে চান তিনি।

ফিঞ্চ বলেন, 'এটি এমন একটি বৈশ্বিক ট্রফি যেটা এখন পর্যন্ত ছেলেদের দল জিততে পারেনি। আগামী বছর আমাদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর চেয়ে বড় সুযোগ এর আগে কখনো পাইনি আমরা।'
বিশ্বকাপ জেতা যে সহজ হবে না সেটিও অবশ্য মানছেন ফিঞ্চ। টি-টোয়েন্টি ক্রিকেটের যেকোনো দলই যে কাউকে হারাতে পারে বলে বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। আর সেই কারণে এখন থেকেই সতর্ক থাকছেন তিনি।
অস্ট্রেলিয়ার দলপতির ভাষ্যমতে, 'টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে। এটি একটি রোমাঞ্চকর টুর্নামেন্ট হতে যাচ্ছে। এখানে অনেকগুলো দলই মনে করে তারা জিততে পারবে।'
১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি তাদের। এবার দেশের মাটিতে সেই লক্ষ্যেই খেলবে অ্যারন ফিঞ্চের দল।