আইসিসির নতুন নিয়মে সন্তুষ্ট শচিন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি সুপার ওভারের নিয়মে পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই নিয়মকে স্বাগত জানিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার।


নতুন নিয়ম অনুসারে আইসিসির যেকোনো ইভেন্টের ফাইনাল কিংবা সেমিফাইনাল টাই হলে ফলাফল না আসা পর্যন্ত সুপার ওভার খেলতে হবে দুই দলকে। সেক্ষেত্রে বাউন্ডারির হিসাবে জয়ী দল নির্ধারণের আগের নিয়মটি থাকছে না।

টুইটারে শচিন লিখেছেন, 'আমি মনে করি নতুন নিয়মটি খুবই ভালো। দুই দলের ফলাফল নির্ধারণের যখন অন্য কোনো পথ নেই, তখন এটাই সবচেয়ে ভালো পথ।’

কয়েক মাস আগে শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে সুপার ওভার নিয়ে নাটকীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল। ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২৪২ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। এই লক্ষ্যে খেলতে নামার পর ২৪১ রানে থামে কিউইদের ইনিংস।

দুই দলের রান সমান হওয়ায় সুপার ওভারে গড়ায় ম্যাচটি। সুপার ওভারে ইংল্যান্ডের ১৫ রানের জবাবে নিউজিল্যান্ডও একই রান করে। ফলে পুরনো নিয়ম অনুযায়ী বাউন্ডারি সংখ্যা বিবেচনায় জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে।

নানা সমালোচনার মুখে সেই নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় আইসিসি। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের নিয়ম অনুসরণ করেছে তারা। বিশ্বকাপের পর ফাইনালের নিয়মে পরিবর্তন আনে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। এবার সেই পথই অনুসরণ করেছে আইসিসি।  


promotional_ad



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball