promotional_ad

গাঙ্গুলি সভাপতি হলে সিরিজ বাড়বে বাংলাদেশের!

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইয়ের সভাপতিপদে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যনুযায়ী গাঙ্গুলি সোমবার (১৪ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেবেন। 


ভারতের সাবেক এই অধিনায়ক বিসিসিআই সভাপতি হলে বাংলাদেশও এর সুবিধা পাবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ অনেক দ্বিপাক্ষিক সিরিজ বা বয়সভিত্তিক দলের সিরিজ আয়োজন করতে পারেনি। গাঙ্গুলি বিসিসিআই সভাপতি হলে তাঁর সঙ্গে এসব বিষয় নিয়ে সহজে আলোচনা করা যাবে।



promotional_ad

এ প্রসঙ্গে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘বাংলাদেশে অনেকবার খেলে গেছেন। তিনি খুবই নবীন। আমাদের এখানের অনেকের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক আছে ব্যক্তিগতভাবে। এগুলো অবশ্যই কাজে লাগবে। ভারত থেকে আমরা যে সিরিজগুলো আগে পাইনি, দ্বিপাক্ষিক কিংবা জুনিয়র লেভেলের ম্যাচ; সেগুলো আমরা তাঁর সঙ্গে খুব খোলাখুলি আলোচনা করতে পারব। এই সুযোগটা অবশ্যই আছে।’


বাংলাদেশের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এখন বিসিবির সঙ্গে যুক্ত। তাদের অনেকের সঙ্গে গাঙ্গুলির ভালো সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ কিছু বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন জালাল ইউনুস। 


তিনি বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। যারা এখন দায়িত্বে আছে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে, আগেও ছিল। সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি, সাবেক ক্রিকেটার। সেক্ষেত্রে অবশ্যই বাড়তি একটা সুবিধা আমরা পাব। কোনো ইস্যু নিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা করতে স্বাচ্ছন্দ্য অনুভব করব। এখানে আমাদের অনেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক আছে।’



২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ভারতের ক্রিকেটের বেশ কয়েকটি প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন সৌরভ গাঙ্গুলি। পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক। সেই সঙ্গে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিতেও ছিলেন তিনি। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball