টেস্ট অধিনায়কত্ব হারাচ্ছেন সরফরাজ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেট দলকে ১৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ আহমেদ। তাঁর নেতৃত্বে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, পরাজিত হয়েছে ৮টিতে। সরফরাজের অধিনায়কত্বে তাই সন্তুষ্ট নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।
পিসিবি প্রধান সরফরাজকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরাতে চান বলে খবর প্রকাশ করেছে ক্রিকেটপাকিস্তানডটকম। সরফরাজের টেস্ট অধিনায়কত্ব প্রসঙ্গে আগামী সপ্তাহে একটি বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যানের। সেই বৈঠকেই নির্ধারণ করা হবে সরফরাজের ভাগ্য।

টেস্টের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কথা ভাবা হলেও অস্ট্রেলিয়ার মাটিতে নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক থাকছেন সরফরাজই। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক পাকিস্তান। তবে সীমিত ফরম্যাটে তাঁর উপরই ভরসা রাখবে পিসিবি।
সরফরাজের টেস্ট অধিনায়কত্ব নিয়ে কয়েকদিন আগে প্রশ্ন তোলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস, মোহসিন খান এবং শহীদ আফ্রিদি।
বিশ্বকাপে ভরাডুবির পর সরফরাজকে তিন ফরম্যাট থেকেই সরিয়ে দেয়ার দাবি জানান অনেকে। ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে পাকিস্তান। পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে সরফরাজ আহমেদের দল।