promotional_ad

পাকিস্তানি পেসাররা আমার সাহায্য চায় নাঃ শোয়েব

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শোয়েব আখতারের কাছে স্বদেশী পেসাররা কোনো পরামর্শ বা সাহায্য চান না। অথচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের অনেক পেসারই নিজেদের প্রয়োজনমতো সাহায্য চেয়ে থাকেন শোয়েবের কাছে। নিজ দেশের পেসারদের এমন আচরণে আফসোস করেছেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার। 


ইংল্যান্ড বিশ্বকাপের পর ভারতের পেসার মোহাম্মদ শামি ছুটে যান শোয়েবের কাছে। নিজের বোলিংকে কিভাবে আরও উন্নত করা যায় এ নিয়ে শোয়েবের পরামর্শ চান শামি।



promotional_ad

কয়েকদিন আগে বিশাখাপত্তম টেস্টে, দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দল জেতান শামি। শামির এমন পারফরম্যান্সের পর মুখ খুলেছেন ৪৪ বছর বয়সী শোয়েব। সেখানেই নিজ দেশের বোলারদের প্রসঙ্গ আনেন তিনি।


'বিশ্বকাপ শেষে শামি আমার কাছে এসেছে। সে বলছিল যে তেমন ভালো করতে পারছে না। আমি তাকে আশা না হারিয়ে ফিটনেসের দিকে নজর রাখতে বলেছিলাম। তাকে আমি ভালো ফাস্ট বোলার হিসেবে দেখতে চাই, সেটাও তাকে বলেছি।


তাঁর রিভার্স সুইং বেশ ভালো, এটাও তাকে বলেছি। দুঃখজনকভাবে আমাদের পাকিস্তানের ফাস্ট বোলাররা আমাকে জিজ্ঞেস করে না যে কিভাবে তারা আরও ভালো করতে পারে। শামির মতো ভারতের বোলাররা আমার কাছে সাহায্য চায়, কিন্তু পাকিস্তানের কেউ চায় না। এটাই দুঃখের বিষয়।' বলেছেন শোয়েব।



পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি খেলেন ডানহাতি পেসার শোয়েব। তিন ফরম্যাট মিলিয়ে প্রায় সাড়ে চারশ উইকেট নেন তিনি। কিন্তু স্বদেশী কোনো পেসার এর আগে শোয়েবের দ্বারস্থ হননি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball