promotional_ad

শেবাগের মতোই খেলেছেন মায়াঙ্ক!

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথমবারের মতো টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন মায়াঙ্ক আগারওয়াল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ভারতের এই ওপেনার খেলেছেন ৩৭১ বলে ২১৫ রানের মহাকাব্যিক এক ইনিংস।


তাঁর এই ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৫০২ রানের বড় পুঁজি পায় ভারত। যা ২০৩ রানের বড় জয় পেতেও সাহায্য করেছে বিরাট কোহলির দলকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন ইনিংসের পর দলটির কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের প্রশংসা কুড়িয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।



promotional_ad

মায়াঙ্ক আগেই জানিয়েছিলেন, ক্রিকেটে তাঁর আদর্শ বীরেন্দর শেবাগ। মায়াঙ্কের মানসিক দৃঢ়তা-স্থিতিশীলতা এবং নির্ভয়ে ক্রিকেট খেলার ধরন দেখে শেবাগের কথাই মনে পড়েছে লক্ষ্মণের। ভারতীয় এই ওপেনারের চাপমুক্ত ক্রিকেট খেলার ধরনে মুগ্ধ লক্ষ্মণ।


এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সে একজন অসাধারণ ব্যাটসম্যান। তার ব্যাটিং প্রজ্ঞা দেখে মনে হচ্ছিল, সে ঘরোয়া ক্রিকেট খেলছে। খেলোয়াড়রা সাধারণত ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা ভিন্নভাবে খেলে। কিন্তু সে নিজের ব্যাটিংয়ের ধরন দুই জায়গাতেই একই রেখেছে। তার মানসিক দৃঢ়তা-স্থিতিশীলতা এবং নির্ভয়ে ক্রিকেট খেলার ধরন অনেকটাই তার আদর্শ বীরেন্দর শেবাগের মতো।’


এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইবার খুব কাছে গিয়েও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেননি মায়াঙ্ক। এবার বিশাখাপত্নমে সেই ভুল করেননি ডানহাতি এই ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিকে তিনি ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন।
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball