লজ্জার রেকর্ডে আফ্রিদিকে ছাড়িয়ে উমর আকমল

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন বছর পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরেছেন উমর আকমল। তবে ফেরাটা স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
লঙ্কান পেসার নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন উমর। এর ফলে লজ্জার এক রেকর্ড থেকে শহীদ আফ???রিদিকে মুক্তি দিয়েছেন উমর। এতদিন পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড ছিল আফ্রিদির দখলে।

এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন উমর, নিজের নামটি বসিয়েছেন সেখানে। আফ্রিদির ৮টি শূন্যের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ৯টি শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ড গড়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
সর্বশেষ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবুধাবিতে শেষ টি-টোয়েন্টি খেলেন উমর। এরপর বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন তিনি।
ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে এবার জাতীয় দলে ফিরলেও প্রথম সুযোগটি কাজে লাগাতে পারলেন না উমর। তাঁর ব্যর্থতার দিনে লঙ্কানদের বিপক্ষে ৬৪ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান।