সাঈদ আনোয়ারকে পেছনে ফেললেন এলগার

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে দুই ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন ডিন এলগার। এরপর ৫৫ টেস্ট খেলে ১১টি সেঞ্চুরি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।
সর্বশেষ সেঞ্চুরিটি এসেছে শুক্রবার বিশাখাপত্নমে ভারতের বিপক্ষে। এদিন তিনি ২৮৭ বলে ১৬০ রানের ইনিংস খেলেছেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা এবং ১৮টি চারে।

এমন ইনিংসের সুবাদে স্বাগতিক ভারতের ৫০২ রানের জবাবে বেশ ভালো অবস্থানেই আছে প্রোটিয়ারা। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ৩৮৫ রান।
প্রথম দুই ইনিংসের শূন্য রানে ফেরার পর সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের রেকর্ডে এলগারের অবস্থান এখন তিন নম্বরে। ২০টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন কিংবদন্তি ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম গুচ।
১৬টি সেঞ্চুরি নিয়ে দুই নম্বরে সাবেক লঙ্কান তারকা ব্যাটসম্যান মারভান আতাপাত্তু। ১২টি সেঞ্চুরি হাঁকিয়ে তিন নম্বরে এলগার। এই তালিকায় তিন নম্বরে ওঠার পথে তিনি ১১ সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটসম্যান সাঈদ আনোয়ারকে পেছনে ফেলেছেন।
প্রথম দুই ইনিংসে শূন্য রানে ফেরার পরও ৩টি সেঞ্চুরি রয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেন রাদারফোর্ডের। ২টি সেঞ্চুরি রয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার গুলাবরাই রামচাঁদের এবং ১টি সেঞ্চুরি রয়েছে সাবেক লঙ্কান ক্রিকেটার চামারা সিলভার।