promotional_ad

দলে ফিরতে মরিয়া বেয়ারস্টো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের হয়ে যেকোনো মূল্যে খেলতে চান উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়ার পর পুনরায় দলে ফিরতে মরিয়া ৩০ বছর বয়সী এই ডানহাতি। 


গত এক বছরে টেস্ট ফরম্যাটে মাত্র ২৫ গড়ে রান করেছেন বেয়ারস্টো। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় ডানহাতি এই ব্যাটসম্যানকে নিউজিল্যান্ড সফর থেকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।  



promotional_ad

এবার যেকোনো উপায়ে দলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বেয়ারস্টো বলেন, 'আমি শুধু দলে ফিরতে চাই, সেটা যেভাবেই হোক। যে স্পটেই সুযোগ আসুক আমি চাই খেলতে। শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে চাই আমি।'


টেস্ট ক্রিকেট খেলতে সব সময়ই মুখিয়ে থাকেন এই তারকা ব্যাটসম্যান। লাল বলের ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে বেয়ারস্টো বলেন, 'আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি। এটি হতাশাজনক। যদিও আমি প্রথমবারের মতো বাদ পড়িনি, এর আগেও এমনটা হয়েছে। আশা করি এটাই শেষ।' 


ইংল্যান্ড দলের হয়ে ৬৯টি টেস্ট খেলেছেন জনি বেয়ারস্টো। ৩৫.২৬ গড়ে ৪ হাজার ২০ রান সংগ্রহ করেছেন তিনি। টেস্টে তাঁর সেঞ্চুরি সংখ্যা ৬টি এবং হাফ সেঞ্চুরি ২১টি। 



এ ছাড়া ৭৪টি ওয়ানডে এবং ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ওয়ানডে ৯ সেঞ্চুরি এবং ১১ হাফ সেঞ্চুরিতে তাঁর সংগ্রহ ২ হাজার ৮৬১ রান। আর টি-টোয়েন্টিতে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৫১৩ রান করেছেন বেয়ারস্টো। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball