কেমন নিয়মে হবে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছরের জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। ইংল্যান্ডের আটটি অঞ্চলভিত্তিক দলের অংশগ্রহণে আয়োজিত হবে ‘দ্য হান্ড্রেড’ নামের এই টুর্নামেন্টটি।
১০০ বলের এই টুর্নামেন্টের নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে একেবারেই ভিন্ন হবে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি দল খেলবে ১০০টি বল। যেখানে প্রতি ১০ বল পর প্রান্ত বদল করতে হবে ব্যাটসম্যানদের।
এই টুর্নামেন্টের ওভারের বল সংখ্যাতেও ভিন্নতা থাকবে। নিয়ম অনুসারে একজন বোলার পাঁচটি কিংবা টানা দশটি বল করতে পারবেন। সব মিলিয়ে ২০টির বেশি বল করতে পারবেন না কোনো বোলার।
পাওয়ার প্লে থাকবে একটি। যেটা নিতে হবে ইনিংসের প্রথম ২৫ বল পর। পাওয়ার প্লে চলাকালীন ত্রিশ গজের বৃত্তের বাইরে ২ জনের বেশি ফিল্ডার থাকতে পারবে না। আর প্রতি ইনিংসে থাকবে আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউট।

১০০ বলের এই ক্রিকেট টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। ড্রাফটে আরও আছেন ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, কাগিসো রাবাদা, অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসনদের মতো বিশ্ব মাতানো তারকা।
১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টের নিয়মাবলী
১। প্রতি ইনিংস হবে ১০০ বলের।
২। প্রতি ১০ বল পর ব্যাটসম্যানরা প্রান্ত বদল করবে।
৩। একজন বোলার টানা ৫টি অথবা ১০টি বল করতে পারবেন।
৪। একজন বোলার ম্যাচে সর্বোচ্চ ২০টি বল করতে পারবেন।
৫। প্রতি ইনিংসে একটি পাওয়ার প্লে থাকবে। সেটা নিতে হবে ইনিংসের প্রথম ২৫ বল পর।
৬। পাওয়ার প্লের সময় ত্রিশ গজের বৃত্তের বাইরে ২ জনের বেশি ফিল্ডার থাকতে পারবে না।
৭। প্রতি ইনিংসে আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউট থাকবে।