promotional_ad

৫০ বছরের সেরা পারফরমার স্টোকস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত ৫০ বছরে ইংল্যান্ডের সেরা ক্রিকেট পারফরম্যান্সের একটি তালিকা করেছে প্রফেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ)। যেখানে বেন স্টোকসের হেডিংলি টেস্টের অবিশ্বাস্য ইনিংস এবং লর্ডসে বিশ্বকাপে ফাইনালের ম্যাচজয়ী ইনিংসটি শীর্ষ দুই স্থানে রয়েছে। ১ হাজারেরও বেশি ক্রিকেট ভক্তদের ভোটের মাধ্যমে সাজানো হয়েছে এই তালিকা।


ঘরের মাঠে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ১৩৫ রানের অপরাজিত ইনিংসে এবং ৫৬ রানে ৩ উইকেটের বোলিং স্পেলটি শীর্ষে রয়েছে। বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁহাতি এই ব্যাটসম্যানের অপরাজিত ৮৪ রানের ইনিংসটি রয়েছে দ্বিতীয় অবস্থানে।


স্টোকসের দুটি পারফরম্যান্স ২০০৫ সালে এজবাস্টনে অ্যান্ড্রু ফ্লিনটফের ম্যাচজয়ী বীরত্বকে তিনে নামিয়ে দিয়েছে। ১৯৮১ সালে ইয়ান বোথামের হেডিংলি টেস্টে ১৪৯ রানের অলৌকিক ইনিংসটি নেমে গেছে চতুর্থ স্থানে।


এ ছাড়া সেরা দশ পারফরম্যান্সের তালিকায় আছে স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, বব উইলস, জেমস অ্যান্ডারসন এবং জস বাটলারের ম্যাচজয়ী পারফরম্যান্স।


পিসিএ/ ন্যাটওয়েস্ট সেরা ক্রিকেট পারফরম্যান্সঃ



promotional_ad

১. বেন স্টোকসঃ ৩/৫৬ এবং ১৩৫* প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, হেডিংলি ২০১৯


২. বেন স্টোকসঃ ৮৪* প্রতিপক্ষ- নিউজিল্যান্ড, লর্ডস, বিশ্বকাপ ফাইনাল ২০১৯


৩. অ্যান্ড্রু ফ্লিনটফঃ ৬৮, ৩/৫২, ৭৩ এবং ৪/৭৯ প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, এজবাস্টন ২০০৫


৪. ইয়ান বোথামঃ ১৪৯* প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, হেডিংলি ১৯৮১


৫. স্টুয়ার্ট ব্রডঃ ৮/১৫ প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, ট্রেন্ট ব্রিজ ২০১৫


৬. অ্যালিস্টার কুকঃ ৭১, ১৪৭ প্রতিপক্ষ- ভারত, ওভাল ২০১৮



৭. বেন স্টোকসঃ ২৫৮ প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, কেপ টাউন ২০১৬


৮. বব উইলসঃ ৮/৪৩ প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, হেডিংলি ১৯৮১


৯. জেমস অ্যান্ডারসনঃ ২/৫৪, ৩/৪৫ প্রতিপক্ষ- ভারত, ওভাল ২০১৮


১০. জস বাটলারঃ ১১০* প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, ওল্ড ট্রাফোর্ড ২০১৮



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball