পাকিস্তানের স্কোয়াডে ফিরলেন শেহজাদ-উমর

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন আহমেদ শেহজাদ, উমর আকমল এবং ফাহিম আশরাফ। দল থেকে বাদ পড়েছেন ওপেনিং ব্যাটসম্যান ইমাম উল হক।
সেই সঙ্গে দলে জায়গা হয়নি আবিদ আলি এবং মোহাম্মদ রিজওয়ানের। মূলত হাতের ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে গেছেন ইমাম। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাম হাতে চোট পেয়েছেন ইমাম। প্রায় এক বছর পর দলে ফেরা শেহজাদ পাকিস্তানের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৮ সালের জুনে স্কটল্যান্ডের বিপক্ষে।
উমর প্রায় তিন বছরের বিরতিতে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। ডানহাতি এই ব্যাটসম্যান ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন। ফাহিম অবশ্য এ বছরই মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৫ অক্টোবর। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ এবং ৯ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াডঃ
সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম (সহ: অধিনায়ক), আহমেদ শেহজাদ, আসিফ আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মসদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, উমর আকমল, উসমান শিরওয়ানি ও ওয়াহাব রিয়াজ।