ছিটকে গেলেন টার্নার

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
আঙুলের চোটে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার। এর ফলে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তাঁর।
এই মৌসুমের শুরুতেই কাঁধের ইনজুরি কাটিয়ে ফিরেছেন টার্নার। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে চোটে পড়েছেন তিনি।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মেডিসিন ম্যানেজার নিক জোনস জানিয়েছেন, টার্নারের ডানহাতের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এর ফলে চার থেকে ছয় সপ্তাহ তাঁর মাঠের বাইরে থাকতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'টার্নার তার ডানহাতের তর্জনীতে চোট পেয়েছেন। এর ফলে তার আঙুলে চিড় ধরা পড়েছে। বিষেশজ্ঞের পরামর্শ নেয়ার পর জানা গেছে তার মাঠে ফিরতে ৪-৭ সপ্তাহ লাগবে।'
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য টার্নার। গত ফ্রেব্রুয়ারিতে ভারত সফরের দলেও ছিলেন তিনি। তবে এবার চোটের কারণে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তাঁর।
লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ অক্টোবর অ্যাডিলেডে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে এ বছরের নভেম্বরের শুরুতে।