মানিয়ে নিয়েছেন স্টার্ক

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অভিষেকের পর থেকেই অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার চেষ্টা শুরু করেন মিচেল স্টার্ক। সেই জায়গাটা তৈরিও করেছেন বাঁহাতি এই পেসার। কিন্তু এবারই প্রথম অস্ট্রেলিয়ার একাদশে জায়গা নিশ্চিত নয় তারকা এই বোলারের। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজেও মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
স্টার্কের বদলে প্যাট কামিন্স, জস হ্যাজেলউডদের ওপর ভরসা রেখেছে অস্ট্রেলিয়া। যদিও ইংল্যান্ড বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি ছিলেন স্টার্ক। এর মধ্যেই অস্ট্রেলিয়া দলে জায়গা অনিশ্চিত হয়ে গেছে তাঁর।

যদিও একাদশে নিজের জায়গা নিয়ে ভাবছেন না স্টার্ক। তিনি জানিয়েছেন, এসব মাথায় না নিয়ে সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন স্টার্ক। মূলত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিলেন তিনি।
এ প্রসঙ্গে স্টার্ক বলেছেন, ‘আপনি সব ম্যাচে খেলতে চাইবেন কিন্তু এটা মনে থাকা উচিত তারা কন্ডিশন বিবেচনা করে আপনাকে নেবে এবং ম্যাচ জয়ের জন্য সঠিক পন্থাই অবলম্বন করবে। এটা আপনার ভাবনাকে সহজ করে তুলবে এবং যখন ডাক পাবেন সেই সময়ের জন্য তৈরি থাকতে হবে।’
সব ম্যাচে একাদশে না থাকলেও দলের সঙ্গে থেকে অ্যাশেজ জয় এবং ট্রফি ধরে রাখাকেই বড় অর্জন মনে করছেন স্টার্ক। একাদশে না থাকা হতাশার হলেও সবাই স্কোয়াডে থাকতে চায় বলে মনে করেন তিনি।
‘আপনাকে সুযোগ লুফে নিতে হবে এবং অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট জিততে হবে। একটি দল হিসেবে অ্যাশেজ জিতেছি এবং ট্রফি ধরে রেখেছি। এটাই বড় অর্জন।’