promotional_ad

চ্যালেঞ্জিং সিরিজের অপেক্ষায় প্রোটিয়ারা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


স্বাগতিক ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২ অক্টোবর। আসন্ন এই সিরিজটি অনেক চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম।


দক্ষিণ আফ্রিকা দল এই লড়াইয়ের জন্য তৈরি আছে বলে জানিয়েছেন মার্করাম। এই চ্যালেঞ্জ জয় করতে পারলে সিরিজের ফলাফল পক্ষে আসবে বলে বিশ্বাস ডানহাতি এই ব্যাটসম্যানের।



promotional_ad

মার্করাম বলেন, ‘আমি মনে করি, উপমহাদেশে কোনো সফরই সহজ নয়। এমনকি ভারতের বাইরেও নয়। এখানে খেলা অনেক বেশি চ্যালেঞ্জের। তবে আমরা যদি চ্যালেঞ্জগুলো জয় করতে পারি, তবে তা সত্যি ফলপ্রসূ হবে।’


টেস্ট সিরিজের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে প্রোটিয়ারা। সিরিজটি ১-১ ব্যবধানে শেষ হয়েছে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখে দক্ষিণ আফ্রিকা।


পিছিয়ে থেকেও সিরিজের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের রসদ পেয়েছে প্রোটিয়ারা। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এবারও কঠিন লড়াইয়ের আভাশ পাচ্ছেন মার্করাম।



এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার মনে আছে, কয়েক বছর আগে ওই টেস্ট সিরিজটি আমি দেখেছিলাম এবং সেটি অবিশ্বাস্যরকম কঠিন ছিলো। আমি নিশ্চিত, যারা ওই সফরে ছিল, তারা বুঝতে পেরেছিল। তারা এখনও তা বহন করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball