promotional_ad

বিশাল জয়ে নিউজিল্যান্ড মিশন শুরু তামিম, আকবরদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে আকবর আলীর বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালাই করে নিতে ক্যান্টেবুরি ইনভাইটেশন একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশের যুবারা। 


ম্যাচটিতে ১৪৬ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে প্রস্তুতি ভালোভাবেই সেরেছে আকবর আলীর নেতৃত্বাধীন যুব দল। লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে আয়োজিত এই প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন যুব দলের অধিনায়ক আকবর। খেলতে নেমে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং শাহাদাত হোসেন ও তৌহিদ হৃদয়ের জোড়া হাফ সেঞ্চুরিতে ৩৮৮ রান সংগ্রহ করে যুব দল।


শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯১ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং অনিক সরকার। ২১ বলে ৩টি চারের সাহায্যে ২৬ রানের ইনিংস খেলে আউট হন অনিক। পরবর্তীতে ব্যাট হাতে নিজের কারিশমা দেখাতে থাকেন তানজিদ। মাত্র ৭৩ বলে ১৩টি চার এবং ২টি ছক্কায় ১০২ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার। তানজিদ ছাড়াও দারুণ ব্যাটিং করেছেন শাহাদাত এবং তৌহিদ। 



promotional_ad

৫১ বলে ৫৭ রানের ইনিংস এসেছে শাহাদাতের ব্যাট থেকে। আর ৪০ বলে ৫২ রানের আরেকটি ঝলমলে ইনিংস খেলেন তৌহিদ। আট নম্বরে নামা শামিম হোসেনও কম যাননি। মাত্র ১৪ বলে ৬টি চার এবং ২টি ছক্কায় ৪২ রানের ক্যামিও খেলেছেন তিনি। ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেনি ক্যান্টেবুরি ইনভাইটেশন একাদশের বোলাররা। ২টি করে উইকেট পেয়েছেন এলএলবি হারপার, ডব্লিউজে ক্লার্ক এবং আরএন শিয়াহান।


৩৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ যুবাদের দারুণ বোলিংয়ে ১১৭ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে বসে ক্যান্টেবুরি ইনভাইটেশন একাদশ। এরপর টি ডানলপ এবং এলএলবি হারপারের ব্যাটে আর উইকেট না হারালেও বৃষ্টির কারণে সেখানেই শেষ হয় খেলা। পরবর্তীতে বৃষ্টি আইনে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে জয়ী ঘোষণা করা হয়।


ক্যান্টেবুরি ইনভাইটেশন একাদশের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ডানলপ। আর ওপেনার টিএডি জোহরাবের ব্যাট থেকে আসে ৩৭ রান।


এছাড়াও সিএল আনসেল ৩০ রান করেন। আকবরদের পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম এবং হাসান মুরাদ। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন অভিষেক দাস, শামিম হোসেন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।   



সংক্ষিপ্ত স্কোরঃ 


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ৩৮৮/৭ (৫০ ওভার) (তানজিদ ১০২, শাহাদাত ৫৭*; হারপার ২/ ৪৯, শিয়াহান ২/৫২)


ক্যান্টেবুরি ইনভাইটেশন একাদশঃ ১৯৭/৭ ((৪৫ ওভার) (ডানলপ-৪৮*, জোহরাব-৩৭; শরিফুল-২/২০, মুরাদ-২/৩৯) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball