আর্মিতে যোগ দিচ্ছেন চান্দিমাল

ছবি: ছবিঃ এসএলসি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার ক্রিকেটার এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক দীনেশ চান্দিমাল সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। মূলত সেনাবাহিনী দলের হয়ে খেলতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দিতে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার আর্মি ক্রিকেট কমিটি জানিয়েছে, চান্দিমালকে শ্রীলঙ্কা সেনা স্বেচ্ছাসেবক বাহিনীতে অর্ডন্যান্স কর্পসের কমিশন অফিসার হিসাবে তালিকাভুক্ত করা হবে। এর ফলে আর্মি দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন চান্দিমাল।

সেনাবাহিনী দলের মুখপাত্র মেজর জেনারেল আতাপাত্তু বলেছেন, চান্দিমালের অনুরোধ প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং শ্রীলঙ্কা আর্মি ক্রিকেট দলের হয়ে তার খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
একসময় শ্রীলঙ্কার তিন ফরম্যাটেরই অধিনায়ক ছিলেন চান্দিমাল। তবে বাজে ফর্মের কারণে বেশ কয়েকটি সিরিজ থেকেই ব্রাত্য এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শ্রীলঙ্কা দল বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছে পাকিস্তান সফরে।
শ্রীলঙ্কার শীর্ষ ক্রিকেটারদের অনুপস্থিতিতে পাকিস্তান সফরে চান্দিমালের খেলার সুযোগ তৈরি হয়েছিল। যদিও এই সফর থেকে নিজের নাম প্রত্যাখান করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।