অনূর্ধ্ব-২৩ দলের ব্যর্থতায় চিন্তিত বাশার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারত সফরে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেছে সাইফ হাসানের দল। দলটির ব্যাটিং ব্যর্থতা চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশারকে।
ভারত থেকে ক্রিকফ্রেঞ্জিকে বাশার জানিয়েছেন, প্রতি ম্যাচেই ব্যর্থ হচ্ছে অনূর্ধ্ব-২৩ দলের টপ অর্ডার। তাই এই বিষয়টি নিয়ে চিন্তিত তিনি। একটি মাত্র ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচেই পুরো দল ভালো করতে পারেনি বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে বাশার বলেছেন, ‘দলের ব্যাটিং ভালো হচ্ছে না, টপ অর্ডার ফেইল করেছে প্রতি ম্যাচেই বলতে গেলে। একটা ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই ভালো করতে পারিনি আমরা।’
ভারত সফরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১৯২ রানে আটকে দিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১৫৮ রানে। এই ম্যাচে ভারত অনূর্ধ্ব-২৩ দল জয় পায় ৩৪ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির বাধায় পড়ে।
বৃষ্টি আইনে সেই ম্যাচে ৫ রানে জয় পায় সাইফ হাসানরা। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাইফ হাসান-মেহেদী হাসানরা। ম্যাচটিতে তাঁরা গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে। বৃষ্টি আইনে ভারত ম্যাচ জিতে নেয় ৪৯ রানে।
সিরিজের চতুর্থ ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। জবাবে ৪ উইকেটের জয় তুলে নেয় ভারত। সিরিজের চতুর্থ ম্যাচে এমন ব্যর্থতার কারণে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেছে বাংলাদেশের দলটি।