promotional_ad

পাকিস্তান ক্রিকেটের গডফাদার মিসবাহঃ আর্থার

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুটি দায়িত্বে আছেন মিসবাহ উল হক। দলের প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের মতো দুটি গুরুদায়িত্ব মিসবাহ বেশ ভালোভাবেই সামলাবেন বলে মনে করছেন পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার।


পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে বেশ ভালোভাবেই ধারণা আছে মিসবাহর। এ কারণে তিনি ছাড়া এই দুটি গুরুত্বপূর্ণ পদ আর কেউ সামলাতে পারবেন না বলে মনে করছেন আর্থার।  

আর্থার বলেন, ‘মিসবাহ ভালো করবেই। আমি জানি, সে পাকিস্তান ক্রিকেটের গডফাদার। ব্যক্তি হিসেবে মিসবাহ দারুণ, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। সে ভালো করবে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। পিসিবি যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছে।’

বিশ্বকাপে আশানুরূপ ফলাফল না পাওয়ায় ব্যাপক রদবদল এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। আর্থারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি পিসিবি। এ নিয়ে কিছুটা হতাশ দক্ষিণ আফ্রিকান এই কোচ। পিসিবির কর্মকর্তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি বলে মনে করছেন তিনি।

মিসবাহ বলেন, ‘আমি একটা বিষয়ে খুবই হতাশ ছিলাম। কিছু কর্মকর্তাকে আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু কোনো কাজে লাগেনি। ক্রিকেট কমিটিরকে আমি বলেছি এক রকম করতে, তারা করেছে আরেকরকম। বিষয়টি সত্যিকার অর্থেই হতাশাজনক ছিল।’  



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball