promotional_ad

যুবরাজের সমর্থন পাচ্ছেন ধোনি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন তারই সতীর্থ যুবরাজ সিং। ৩৭ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যানের মতে ধোনির অবসরের সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত।


সময় হলে নিজেই সরে দাঁড়াবেন ধোনি বলে বিশ্বাস করেন যুবরাজ। তাঁর অবসরের ব্যাপারে অন্যদের নাক গলানোর ব্যাপারটিকে মোটেই ভালো চোখে দেখছেন না তিনি। ৩০৪ ওয়ানডে এবং ৪০ ওয়ানডে খেলা যুবরাজকে পাশেই পাচ্ছেন ধোনি।



promotional_ad

যুবরাজ বলেন, 'আমি মনে করি তাঁর অবসর নিয়ে কথা বলা ঠিক হচ্ছে না। সে নিজেই তাঁর অবসরের সিদ্ধান্ত নিবে। তাঁর নিজেকেই এই ব্যাপারটি বুঝতে হবে। সে যদি এখনও খেলতে চাই, তাহলেও এটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত এবং আমাদের সেটা সম্মান করতে হবে।'


অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পাশাপাশি টেস্টে এক নম্বর দল হিসেবে প্রতিষ্ঠিত করান ৩৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনি। ভারতের ক্রিকেটে ধোনির অবদানকে তাই অনস্বীকার্য হিসেবে দেখছেন যুবরাজ। 


এই প্রসঙ্গে ভারতের এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, 'ভারতের ক্রিকেটের জন্য ধোনি অনেক কিছু করেছে। ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক সে। তাই আপনার উচিত তাঁকে আরো সময় দেয়া।' 



ভারতের হয়ে ৯০ টেস্ট এবং ৩৫০ ওয়ানডে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও ৯৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। টেস্টে ৬টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। আর ওয়ানডেতে ১০টি সেঞ্চুরি এবং ৭৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball