promotional_ad

টেস্ট ক্রিকেটে চোখ ফিঞ্চের

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে বিধ্বংসী হলেও টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি অ্যারন ফিঞ্চ। এবার লাল বলের ক্রিকেটেও দলে জায়গা করে নিতে চান অস্ট্রেলিয়ার সীমিত ওভারের এই অধিনায়ক। 


দলে জায়গা করে নেয়াটাকে অবশ্য চ্যালেঞ্জিংই মনে করছেন ৩২ বছর বয়সী ফিঞ্চ। কেননা ট্রাভিস হেড, মারনাস ল্যাবুশেনের মতো অনেকেই ইতোমধ্যে থিতু হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়া দলে।



promotional_ad

অস্ট্রেলিয়ার একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, 'ব্যক্তিগতভাবে আমি চিন্তা করছি টেস্ট দলে ফেরা যায় কিনা। টেস্ট দলে অনেকেই জায়গা করে নিচ্ছে। এই গ্রীষ্মের শুরু থেকেই তারা সেভাবে খেলছে। তবুও আমি মনে করছি আমার মধ্যে এখনো কিছু টেস্ট ক্রিকেট বাকি আছে।'


পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের আগে শেফিল্ড শিল্ডের (অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ) চারটি ম্যাচে খেলার সুযোগ পাবেন ফিঞ্চ। এই ম্যাচগুলোতে রান করার জন্য মুখিয়ে আছেন তিনি।


ফিঞ্চ আরও বলেন, 'অবশ্যই আমি চেষ্টা করব বেশি রান করার। এটাই আপাতত আমার পরিকল্পনা। নতুনদের মধ্যে ট্রাভিস হেড দলে জায়গা করে নিল। সে সুযোগ লুফে নিয়েছে। যখনই খেলেছে, ভালো খেলেছে।'



ক্যারিয়ারে মোট পাঁচটি টেস্ট খেলেছেন ফিঞ্চ। দুটি পাকিস্তানের বিপক্ষে, তিনটি ভারতের বিপক্ষে। অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়ার আগে দুটো হাফ সেঞ্চুরিও করেন তিনি। টেস্টে ১০ ইনিংসে তাঁর রান ২৭.৮০ গড়ে ২৭৮ রান।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball