এক বছর নিষিদ্ধ শেন ওয়ার্ন

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট ছাড়লেও নিয়মিত আলোচনায় থাকেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। এবার নেতিবাচক কারণেই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। গত দুই বছরে ৬বার ট্রাফিক আইন লঙ্ঘন করে শান্তির মুখে পড়েছেন সাবেক এই অজি ক্রিকেটার।
এর ফলে তাঁকে গাড়ি চালনার জন্য এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে লন্ডনের একটি আদালত (মেজিস্ট্রেট কোর্ট)। ফলে, আগামী এক বছর পৃথিবীর কোনো দেশেই গাড়ি চালাতে পারবেন না তিনি।

ক্রিকেট ছাড়ার পর পশ্চিম লন্ডনে স্থায়ী ভাবে বসবাস শুরু করেছেন এই সাবেক অজি ক্রিকেটার। সেখানেই ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে ঘন্টায় ৪৭ মাইলবেগে গাড়ি চালিয়েছেন তিনি।
যদিও সেই এলাকায় গতিসীমা ছিল ৪০ মাইল প্রতি ঘণ্টায় (৬৪ কিলোমিটার)। আগের পাঁচবার গতি অতিক্রম করার অপরাধে ১৫টি পেনাল্টি পয়েন্ট পেয়েছিলেন ওয়ার্ন।
সেই সঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে ১৮৪৫ পাউন্ড (৩ হাজার ডলার, প্রায় আড়াই লাখ টাকা)।