শাস্তি পেলেন কোহলি

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার পেসার বিউরান হেন্ডরিক্সের কাঁধে ধাক্কা দেয়ায় বিরাট কোহলিকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই অপরাধের কারণে ভারতের অধিনায়ককে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
সেই সঙ্গে তাঁকে সতর্ক করে দিয়েছে আইসিসি। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল ভারত। সেই ম্যাচেই হেন্ডরিক্সকে ধাক্কা দেন কোহলি।

ম্যাচের পঞ্চম ওভারে রান নেওয়ার সময় হেন্ডরিক্সের কাঁধে ইচ্ছে করেই ধাক্কা মারতে দেখা যায় কোহলিকে। এর ফলে ভারতের অধিনায়কের বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা ভঙ্গের অভিযোগ আনেন ম্যাচ রেফারি।
এ ঘটনায় কোহলিকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়ে সতর্ক করে দেয়া হয়। এ নিয়ে কোহলির ডিমেরিট পয়েন্ট সংখ্যা তিনে পৌঁছালো। এর আগে গত বছর সেঞ্চুরিয়ন টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পান কোহলি।
এরপর বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আগ্রাসী উৎযাপন করে আরও একটি ডিমেরিট পয়েন্ট পান ভারতের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে হেন্ডরিক্সকে ধাক্কা দেয়ার পর ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেয়ায় কোহলির অনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।