পাকিস্তানকে সুখবর দিল আইসিসি

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নিরাপত্তা ঝুঁকি নিয়েই পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজের জন্য ম্যাচ অফিশিয়ালসদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পাকিস্তানের করাচি ও লাহোরে অনুষ্ঠেয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড বুন।
৫৮ বছর বয়সী বুন ১০৭টি টেস্ট, ১৮১টি ওয়ানডে ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে আইসিসির এলিট প্যানেলের সদস্য হন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

পিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসির এলিট প্যানেল আম্পায়ার মাইকেল গফ এবং জোয়েল উইলসনও এই সিরিজের দায়িত্বে আছেন। পাকিস্তানের স্থানীয় আম্পায়ারদের মধ্যে আলিম দার, আহসান রাজা, শোজাব রাজা এবং আসিফ ইয়াকুব সিরিজটিতে আম্পায়ারের দায়িত্বে থাকবেন।
২০০৯ সালে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কা দলের বাসের ওপর সন্ত্রাসী হামলার পর ২০১৫ সালে সর্বপ্রথম পাকিস্তান সফরে যায় জিম্বাবুয়ে। নিরাপত্তাজনিত কারণে সেবার আইসিসি কোনো ম্যাচ অফিশিয়ালস নিয়োগ দেয়নি।
এরপর ২০১৮ সালে পাকিস্তান সফরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেবারও ম্যাচ রেফারি হিসেবে ছিলেন ডেভিড বুন। তবে আম্পায়াররা ছিলেন স্থানীয়রা। কিন্তু এবার পাকিস্তান যাচ্ছে আইসিসির অফিশিয়ালসরা।
আগামী ২৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রী্লঙ্কা। এরপর ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। তিনটি ম্যাচই হবে করাচি জাতীয় স্টেডিয়ামে।
৫ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর দ্বিতীয় এবং ৯ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তান সফর শেষ করবে শ্রীলঙ্কা। সবগুলো টি-টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।