promotional_ad

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না ধোনি!

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপ শেষে ক্রিকেট থেকে দূরে আছেন ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। আরও কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকতে পারেন তিনি। আগামী নভেম্বর পর্যন্ত ধোনির ক্রিকেট খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।


নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই টি-টোয়েন্টি সিরিজে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনিকে পাচ্ছে না বিরাট কোহলির দল।



promotional_ad

ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার মনে করেন, ধোনির অনেক বয়স হয়ে গেছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর বয়স হবে ৩৯। তাই এখনই তাঁর বিকল্প খুঁজে বের করা উচিত। সামনের সিরিজগুলোতেও নতুনদের সুযোগ দেয়ার পক্ষে গাভাস্কার।


গাভাস্কারের ভাষ্য, ‘কেউ জানে না ধোনির মনে মধ্যে কী চলছে। শুধু সে বলতে পারবে ভারতীয় ক্রিকেটে তার ভবিষ্যৎ কী। কিন্তু আমি মনে করি তার বয়স এখন ৩৮, ভারতের সামনে তাকানো উচিত। কারণ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। তখন তাঁর বয়স হবে ৩৯।’


নভেম্বরে বাংলাদেশের ভারত সফর শুরু হবে টি-টোয়ন্টি সিরিজ দিয়ে। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগামী ৩ নভেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। পরে নাগপুর ও রাজকোটে হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।



নভেম্বর পর্যন্ত ক্রিকেট থেকে দূরে থাকলে বাংলাদেশ সিরিজের পাশাপাশি ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতেও খেলা হবে না ধোনির। আগামী ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধোনির ফেরার কথা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball