সরফরাজ ইস্যুতে মিসবাহর সুস্পষ্ট ব্যাখ্যা চান আফ্রিদি

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের টিম ম্যানেজমেন্টে ব্যাপক রদবদল করলেও অধিনায়কের বিষয়ে এখনও সুস্পষ্ট কোনও ব্যাখ্যা দাঁড় করায়নি। পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ উল হকের কাছে এই বিষয়ে যথাযথ ব্যাখ্যা চান দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ উপলক্ষে গত শনিবার (২১ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে পাকিস্তান। গত কয়েক বছর পাকিস্তানের হয়ে অধিনায়কত্ব করা সরফরাজ খান এবারও পেয়েছেন দল সামলানোর দায়িত্ব।

যদিও সরফরাজই কেন এই সিরিজে অধিনায়ক বা পিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই ব্যাপারে কোনও কথা বলেননি মিসবাহ। পাকিস্তানের একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এই ব্যাপারে জানতে চেয়েছেন সাবেক অলরাউন্ডার আফ্রিদি।
আফ্রিদি বলেন, 'আমার মতে, পাকিস্তানের ভবিষ্যৎ দলপতি কে হবে এটা নিয়ে পিসিবির সুস্পষ্ট মতামত থাকা উচিত। ২০১৯ বিশ্বকাপের পর পাকিস্তান তাদের টিম ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তন এনেছে। কিন্তু অধিনায়কের বিষয়ে তারা কোনও কথাই বলেনি।
তাদের নতুন অধিনায়ক ঘোষণা করা উচিত ছিল অথবা সরফরাজকে আত্মবিশ্বাসী করতে লম্বা সময়ের জন্য তাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করার ঘোষণা দেয়া উচিত ছিল।'
কিছুদিন আগেই পিসিবির হয়ে বড় দুটি দায়িত্ব পেয়েছেন মিসবাহ। সাবেক এই অধিনায়কের সামর্থ্যের ব্যাপারে অবশ্য কোনও প্রশ্ন নেই আফ্রিদির।
আফ্রিদি আরও বলেন, 'পিসিবির বড় দুটি পদে আছেন মিসবাহ। সে পদগুলোর সদ্ব্যবহার করার সামর্থ্য রাখে। আমাদের তাকে সমর্থন করা উচিত। সে যদি দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।'