পান্তের প্রতিদ্বন্দ্বী আরও চার উইকেটরক্ষক

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে তুলনামূলক সফল হলেও রঙি?? পোশাকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না ঋষভ পান্ত। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ এবার মনে করিয়ে দিলেন, পান্তের পেছনে আরও কয়েকজন উইকেটরক্ষককে তৈরি করছেন তারা।
১১ টেস্ট ম্যাচে পান্তের গড় ৪৪.৩৫। সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি আছে দুটি করে। কিন্তু ওয়ানডে আর টি-টোয়েন্টিতে পান্তের গড় যথাক্রমে ২২.৯ এবং ২০.৪। ১২টি ওয়ানডে খেলে এখনও হাফ সেঞ্চুরির দেখাও পাননি পান্ত! ১৯টি টি-টোয়েন্টিতে তাঁর হাফ সেঞ্চুরি আছে দুটি।

গেল কয়েক বছর ধরে ভারতের পাইপলাইন বেশ শক্তিশালী। এমন পাইপলাইন থাকার পরেও পান্তকে কেন ছুঁড়ে ফেলা হচ্ছে না, সেটা নিয়ে ভারতীয় মিডিয়ায় বিতর্ক আছেই। এবার একটু নড়েচড়ে বসলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক।
প্রসাদ বলেন, 'আমরা জানি ঋষভের প্রতিভা আছে। আমরা তার উন্নতির লেখচিত্র দেখছি। তার কার্যক্ষমতা কেমন, সেটাও দেখছি। অবশ্যই সব ফরম্যাটে আমরা আরও কয়েকজন উইকেটরক্ষক তৈরি করছি।
লম্বা ফরম্যাটে 'এ' দলের হয়ে কেএস ভারত ভালো করছে। ইশান কিশান এবং সাঞ্জু স্যামসন সীমিত ওভারের ক্রিকেটে ভালো করছে। তারাও 'এ' দলের হয়ে খেলছে। এ ছাড়া ঘরোয়াতেও ভালো খেলছে।'
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন স্যামসন। কিশান খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের 'এ' দলের হয়ে রাঙাচ্ছেন এই দুজন।
কেএস ভারত ব্যাট হাতে আস্থার প্রতিদান দিচ্ছেন লম্বা ফরম্যাটের ক্রিকেটে। টেস্ট দলে পান্তের আরেক প্রতিদ্বন্দ্বী ঋদ্ধিমান সাহা। এই ঋদ্ধিমানকে হটিয়েই টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন পান্ত। সবমিলিয়ে পান্তের প্রতিদ্বন্দ্বী এখন চার উইকেটরক্ষক।