পান্তের হয়ে ব্যাট ধরলেন ধাওয়ান

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের রঙিন পোশাকে বেশ কিছু ম্যাচ খেলে ফেললেও এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। এবার পান্তসহ অন্যান্য তরুণদের হয়ে ব্যাট ধরলেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান।
মহেন্দ্র সিং ধোনির অবসরের পর পান্তের দিকেই চেয়ে থাকবে ভারত। অথচ আইপিএল মাতানো পান্ত এখনও তেমন কিছুই করতে পারেননি দলের হয়ে। আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে পান্তকেই চাইছেন ধাওয়ান।

সম্প্রতি ভারতের মিডিয়াকে বলেন, ‘‘আমার মনে হয়, যদি কাউকে সুযোগ দেওয়া হয়, তা হলে তাকে যেন বেশ কয়েকটা ম্যাচ খেলানো হয়। কারণ তরুণ ক্রিকেটারদের একটু সময় লাগে নিজেকে প্রতিষ্ঠিত করতে।
আমাদের দলের তরুণ ক্রিকেটারেরা সুযোগ কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। আশা করছি, টিম ম্যানেজমেন্ট ওদের যথেষ্ট সুযোগই দেবে।’’
ভারতের হয়ে ১২ ওয়ানডে খেলে এখনও হাফ সেঞ্চুরি দেখাই পাননি পান্ত। ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে অবশ্য দুটি হাফ সেঞ্চুরি পেয়েছেন। পান্তদের মতো তরুণদের গড়ে তুলতে ভারতের সিনিয়ররা যথার্থ চেষ্টা করেন বলে মতামত ধাওয়ানের।
‘‘আমরা সাহায্য করতে সব সময় তৈরি। অভিজ্ঞরা ব্যাট করার সময় যদি ঋষভ বা শ্রেয়াশের মতো কোনও তরুণ ব্যাটসম্যান উইকেটে আসে, তা হলে আমরা এগিয়ে গিয়ে কথা বলি।
ওদের আশ্বস্ত করার চেষ্টা করি, চাপ কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখি, যেন ওরা হতাশ না হয়ে পড়ে। আমি যদি রোহিত বা বিরাটের সঙ্গে ব্যাট করি, তা হলেও একই কাজ করি। নিজেদের মধ্যে কথা বলে নিই। ব্যাট করার সময় আলোচনা করা অনেক জরুরি।’’