promotional_ad

বিদেশে দ্বিগুন অর্থ পাবেন কোহলিরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিদেশের মাটিতে সাম্প্রতিক সাফল্যের কারণে ভারত ক্রিকেট দলের প্রতিদিনের ভাতার পরিমাণ দ্বিগুন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সুপ্রিম কোর্টের আওতাধীন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) বিরাট কোহলিদের প্রতিদিনের ভাতা ১২৫ ডলার থেকে বৃদ্ধি করে ২৫০ ডলার করার নির্দেশ দিয়েছে। 


বিদেশের মাটিতে বেশ কিছুদিন থেকে দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে আসার পর ইংল্যান্ডে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ জিতেছে তারা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জেতে ভারত। 



promotional_ad

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়েও অপরাজেয় ছিল কোহলিবাহিনী। দারুণ এই পারফরম্যান্সেরই পুরষ্কার পাচ্ছে ভারত। নয়া দিল্লিতে বিনোদ রায়ের নেতৃত্বাধীন প্যানেল কিছুদিন আগে এক সভায় দলের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে আলোচনায় বসে। 


বোর্ডের অন্যান্য আর্থিক বিষয়গুলো বিবেচনা করে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়। তবে ভারতীয় দৈনিক মুম্বাই মিররের তথ্য মতে, এই ভাতা বৃদ্ধি প্রযোজ্য হবে শুধুমাত্র জাতীয় দলে খেলা ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সদস্যদের ক্ষেত্রে। 


অবশ্য শুধু খেলোয়াড়রাই নন, নির্বাচকরাও পেতে যাচ্ছেন সুবিধা। এর আগে ঘরের মাটিতে সিরিজ হলে প্রতিদিন ৩৫০০ রুপি পেতেন নির্বাচকরা। তবে এখন থেকে এই অর্থের পরিমাণ করা হয়েছে ৭৫০০ রুপি। এ ছাড়া বিদেশের মাটিতে সিরিজ হলে প্রতিদিন ২৫০ ডলার করে পাবেন তারা। একই সঙ্গে নারী ক্রিকেট দলের সদস্যরাও পাচ্ছেন এই সুবিধা। 



টেস্টের ম্যাচ ফি হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ এবং টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি করে দেবে বিসিসিআই। আর যারা একাদশে থাকবেন না তারা তাদের ক্যাটাগরি অনুসারে বেতন পাবেন। (এ প্লাস-৭ কোটি, এ- ৫ কোটি, বি-৩ কোটি, সি- এক কোটি)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball