অন্তর্বর্তীকালীন কোচের খোঁজে ইংল্যান্ড?

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ দেখা যেতে পারে ইংল্যান্ড দলে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টর অফ ক্রিকেট অ্যাশলে জাইলস মিডিয়াকে এমনটা বলেছেন।
অ্যাশেজ শেষ হতেই বিশ্বকাপজয়ী ট্রেভর বেলিসের মেয়াদ শেষ হয়েছে। নতুন করে চুক্তিও করেননি তিনি। তাই ইসিবি এবার নতুন কোচ খুঁজছে। নিউজিল্যান্ড সফর সন্নিকটে থাকায়, সেই সময়ের মধ্যে যোগ্য কোচ খুঁজে না পেলে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিয়ে দলের সঙ্গে নিউজিল্যান্ড পাঠাবে ইসিবি।

ইংলিশ মিডিয়াকে জাইলস বলেন, 'আমরা সংক্ষিপ্ত তালিকা তৈরি করব এবং ইন্টার্ভিউর ব্যবস্থা করব। কিন্তু এটা কিছুটা সময় সাপেক্ষ। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন কোচ নেয়ার সুযোগ থাকলে আমরা সেটাই করব।
অন্তর্বর্তীকালীন কোচ কে হচ্ছেন সেটা এখনই বলব না। আশা করি অন্তর্বর্তীকালীন কোচ আমাদের নিতে হবে না। আমাদের আগামী চার বছরের জন্য যোগ্য কোচ বেঁছে নিতে হবে। তাই অন্তর্বর্তীকালীন কোচ থাকলেও সমস্যা নেই।'
নিউজিল্যান্ডে দুটি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। এই সিরিজ শুরু হচ্ছে পহেলা নভেম্বর। অবশ্য এর আগে যোগ্য কোচ খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদী জাইলস। যদিও কোচের সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন তা জানাননি তিনি।
সাবেক এই ইংলিশ স্পিনার বলেন, 'কোচের পদপার্থী অনেকেই আছেন। আপনারা তাদের চিনে থাকতে পারেন। তবে এই বিষয়ে আমি কিছুই বলব না। সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন বা আমাদের কাদের পছন্দ- কিছুই না। এখানে ইংল্যান্ড এবং বাইরের দেশগুলোর অনেকেই আছেন।'