promotional_ad

বাংলাদেশ সিরিজের নিউজিল্যান্ড যুব দল ঘোষণা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি মাসেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন এই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।


নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে সিরিজটি শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। যদিও সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।


নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ পল উইসমেন জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। মূলত এই টুর্নামেন্টের জন্যই কিউইরা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এই কোচ।



promotional_ad

এ প্রসঙ্গে উইসমেন বলেন, 'বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ এবং এমন প্রতিযোগীতামূলক ক্রিকেটে খেলা ফলপ্রসূ। বড় একটি সেশনের অপেক্ষায় আছে আমাদের অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আগামী বছর দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেতে চাই আমরা।'


বাংলাদেশ অনূর্??্ব-১৯ দলের আসন্ন এই সিরিজ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের ম্যানেজার মোহাম্মদ কায়সার জানিয়েছেন ১৩ অক্টোবর সিরিজ শেষ করে পরের দিনই (১৪ সেপ্টেম্বর) দেশে ফিরবে বাংলাদেশ যুব দল।


তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে । ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩ তারিখ শেষ ম্যাচটি খেলেই পরদিন ১৪ অক্টোবর নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে বাংলাদেশ।’


সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আগষ্টে ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল বাংলাদেশের যুবারা। এরপর চলতি মাসে এশিয়া কাপের ফাইনালেও ভারতের বিপক্ষে হেরেছে আকবর আলীর দল।



নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ স্কোয়াডঃ 


কোনোর অ্যানসেল, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, উইলিয়াম ক্লার্ক, হেডেন ডিকসন, জোয়ে ফিল্ড, ডেভিড হ্যানকক, রায়ান জ্যাকসন, ফার্গাস লেলমান, জক ম্যাকেঞ্জি, রিহস মারিউ, বেন পোমারে, টিম প্রিঙ্গল, কুইন সান্ডে, জেসি ট্যাশঅফ, ডিভান ভিশভাকা, অলি হোয়াইট এবং থমাস জোহরাব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball