ধোনির সরে দাঁড়ানোর সময় হয়েছেঃ গাভাস্কার

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের আগ থেকেই গুঞ্জন ছিল, এবারের বিশ্বকাপ শেষে অবসরে যেতে পারেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অবসরে যাননি ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অবশ্য ভারতের ক্রিকেট বোর্ড কোনো পদক্ষেপ নেয়ার আগে ধোনির সরে দাঁড়ানো উচিত বলে মনে করছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।
ধোনির অবসর প্রসঙ্গে গাভাস্কার বলেন, 'কেউ জানে না ধোনির মাথায় কি ঘুরছে। ভারতের ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ কি এটা কেবল সে নিজেই বলতে পারে। তার বয়স এখন ৩৮। আমার মনে হয় ভারতের ক্রিকেটের সামনে তাকানো উচিত। শুধু রান বা স্টাম্পিং নয়, ধোনির উপস্থিতি অনেক বড় কিছু।

কিন্তু আমার মনে হয় ধোনির সরে দাঁড়ানোর সময় এসেছে। ধোনির কোটি ভক্তের মধ্যে আমিও একজন। সত্যি বলতে ধোনির উচিত ভারতীয় বোর্ড তাকে বিদায় করার আগেই নিজ থেকে বিদায় নেয়া। সে তার ইচ্ছামতোই খেলা ছাড়ুক।'
গত চ্যাম্পিয়ন্স ট্রফির (২০১৭) পরপর আলোচনায় আসে ধোনির পারফর্মেন্স। ধীর গতিতে ব্যাটিংয়ের কারণে সমালোচিত হন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।
এ ছাড়া উইকেটরক্ষক ঋষভ পান্ত, লোকেশ রাহুল বা দিনেশ কার্তিকদের তখনকার ফর্মের কারণেও সীমিত ওভারের ম্যাচগুলোর একাদশে ধোনির জায়গা নড়বড়ে ছিল।
বিশ্বকাপে অবশ্য খারাপ করেননি ধোনি। আট ইনিংসে ৪৫.৫০ গড়ে করেছেন ২৭৩ রান। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজের নাম তুলে নেন ধোনি।
চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও ভারতীয় দলে নেই ধোনি। ভারতীয় মিডিয়ার গুঞ্জন ছিল এরই মাঝে অবসরের ঘোষণা দেবেন ধোনি। যদিও তেমন কিছুই হয়নি।