promotional_ad

সরফরাজদের খাদ্যাভ্যাস বদলে দিচ্ছেন মিসবাহ

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


কদিন আগেই পাকিস্তানের  প্রধান কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন মিসবাহ উল হক। পাকিস্তানের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে চলেছেন এই কোচ। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস বদলে দিয়েছেন তিনি।


স্কিলের চেয়ে ফিটনেসকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মিসবাহ। তাই খেলোয়াড়দের খাদ্য তালিকায় পরিবরর্তন এনেছেন তিনি। পাকিস্তানের ঘরোয়া লিগের সবচেয়ে বড় টুর্নামেন্টে কায়েদ-ই-আজম ট্রফি। পাকিস্তানের প্রধান কোচ জানিয়ে দিয়েছেন এই টুর্নামেন্ট এবং একাডেমীতে থাকা ক্রিকেটারদের জন্য মুরগী জাতীয় খাবার নিষিদ্ধ।



promotional_ad

এমনই খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক জাং। খেলোয়াড়দের ফিটনেস পরখ করতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফিটনেস টেস্ট নিচ্ছেন মিসবাহ। এছাড়া ফিল্ডিং কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নও সদ্য নিয়োগপ্রাপ্ত এই কোচকে সহযোগীতা করছেন।


নতুন পেস বোলিং কোচ ওয়াকার ইউনিসও খেলোয়াড়দের সঙ্গে কাজ শুরু করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে পাকিস্তান দলের ট্রেনিং ক্যাম্প। অধিনায়ক সরফরাজ আহমেদসহ ৬ ক্রিকেটারকে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন মিসবাহ।


সেই সঙ্গে কায়েদ-ই-আজম ট্রফির দলগুলোর কোচেদেরও ফিটনেসের বিষয়টিকে গুরুত্ব দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন পাকিস্তান কোচ। একাডেমীর ক্রিকেটারদের খাদ্য তালিকায় কম তৈলাক্ত খাবার অন্তর্ভুক্ত করেছেন মিসবাহ। তাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি।



এরই মধ্যে কায়েদ-ই-আজম ট্রফিতে খেলা ক্রিকেটারদের মুরগিজাতীয় সব খাবারের সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এর বদলি হিসেেেবব মসুর ডাল, চাল, বারবিকিউ, পাস্তাজাতীয় খাবার দেয়া হচ্ছে তাদেের। সেইসঙ্গে ফলমূল দেয়া হচ্ছে তাদের। 



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball