পাকিস্তানের ওপর আইসিসির রাডার

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সফরে শ্রীলঙ্কা দলের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানে পরিদর্শক দল পাঠাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর থেকে ইতোমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১০ লঙ্কান ক্রিকেটার। এই তালিকায় আছেন শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাও।

মূলত পাকিস্তান সফরে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকায় নাম প্রত্যাহার করে নিয়েছেন দুই ফরম্যাটে শ্রীলঙ্কার দুই নিয়মিত অধিনায়ক। নিয়মিত দুই অধিনায়কের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার ওয়ানডে দলের দায়িত্ব দেয়া হয়েছে লাহিরু থিরিমান্নেকে। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলাবেন দাসুন শানাকা।
নাম সরিয়ে নেয়াদের মধ্যে আরও রয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, সুরঙ্গ লাকমল, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা এবং নিরোশান ডিকভেলা।
সেপ্টেম্বরের শেষের দিকে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার।
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর করাচিতে। সিরিজের পরের দুই ওয়ানডে ২৯ সেপ্টেম্বর ও ০৩ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ ৫, ৭ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা।