সব রেকর্ড ভেঙে দিয়েছে ইংল্যান্ড বিশ্বকাপ

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ইংল্যান্ড বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপ রেকর্ড সংখ্যক দর্শক দেখেছেন। সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বিশ্বের মোট ১.৬ বিলিয়ন (১৬০ কোটি) মানুষ সরাসরি এবারের বিশ্বকাপ উপভোগ করেছে। এর আগে আইসিসি আয়োজিত আর কোনো টুর্নামেন্ট এতো বেশি মানুষ দেখেনি।


২৫টি সম্প্রচারকারী প্রতিষ্ঠান ২০০টি দেশে প্রায় ২০ হাজার ঘণ্টা সম্প্রচার করেছে ইংল্যান্ড বিশ্বকাপ। এর মধ্যে ৪১ শতাংশ নারী দর্শক বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করেছে। মোট দর্শকদের ৩২ শতাংশের বয়স ১৮ থেকে ৩৪ বছর। আইসিসি এসব তথ্য জানিয়েছে।
 
২০১৫ বিশ্বকাপের চেয়ে ৩৮ শতাংশ বেশি মানুষ দেখেছে এবারের বিশ্বকাপ। সেবার সারা বিশ্বের মোট ৭০৬ মিলিয়ন (৭ কোটি ৬ লাখ) মানুষ উপভোগ করেছিল ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ। এর ফলে সারা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে মনে করে আইসিসি।


promotional_ad

এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী মনু সহনি বলেছেন, ‘সরাসরি দেখানো ক্রিকেট ম্যাচ দর্শকসংখ্যার ওপর কতটা প্রভাব ফেলতে পারে, সেটা এই সংখ্যা দেখেই বোঝা যায়। উত্তেজনায় ভরপুর এসব ক্রিকেট ম্যাচ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দর্শক টেনেছে।’ 


বিশ্বকাপের পূনঃপ্রচার দেখার রেকর্ডও ছাড়িয়েছে এবারের বিশ্বকাপ। ২০১৫ বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপের পুনঃপ্রচার ৪২ শতাংশ বেশি দর্শক দেখেছেন। ১৩.৭ বিলিয়ন (১৩ শত কোটি ৭০ লাখ) ঘণ্টা এবারের বিশ্বকাপ দেখেছে দর্শকরা। ২০১১ বিশ্বকাপের তুলনায় যা ১৮ শতাংশ বেশি এবং ২০১৫ বিশ্বকাপের তুলনায় ৭২ শতাংশ বেশি।


ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি সবচেয়ে বেশি দর্শক দেখেছে। এই ম্যাচের টিভি দর্শক ছিল ২৭৩ মিলিয়ন (২৭ কোটি ৩ লাখ)। অন্যান্য মাধ্যমে ৫০ মিলিয়ন (২ কোটি ৫০ লাখ) মানুষ দেখেছে ভারত-পাকিস্তান দ্বৈরথ। 


২০১৫ বিশ্বকাপের তুলনায় প্রায় সব দেশেই বেড়েছে দর্শকসংখ্যা। ৩৭ শতাংশ বেশি পাকিস্তানি এবারের বিশ্বকাপ দেখেছে। বাংলাদেশে দর্শক সংখ্যা বেড়েছে ৩৫ শতাংশ এবং শ্রীলঙ্কাতে বেড়েছে ১১ শতাংশ। এই তিন দেশে ইউনিক ভিউয়ার ছিল ১০ কোটিরও বেশি। ফলে বোঝাই যাচ্ছে এমন অনেক কারণেই ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ মাইলফলক হয়ে থাকবে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball