আমরা সেরা নইঃ ল্যাঙ্গার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমান অস্ট্রেলিয়া ভালো দল কিন্তু সেরা দল নয়, অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার এমনটাই মনে করেন। অজিদের সেরা দলে পরিণত করতে করণীয় সবকিছুই করতে রাজি অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।
ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যবধানে অ্যাশেজ সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া। সুযোগ ছিল সিরিজটি নিজেদের করে নেয়ার কিন্তু তা পারেনি অজিরা। দল হিসেবে ধারাবাহিক নয় অস্ট্রেলিয়া, যে কারণে নিজেদের সেরা দল মানতে রাজি নন প্রধান কোচ ল্যাঙ্গার।

সাবেক বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘আমরা ভালো দল এবং আমরা পরিণত হচ্ছি। আমাদের কিছু সেরা ক্রিকেটার আছে। কিন্তু আমরা সেরা ক্রিকেট দল হতে আগ্রহী। এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ফলাফলে ধারাবাহিক হতে হবে।’
‘এটা আসে অভিজ্ঞতা এবং জেতার কৌশল শেখার মাধ্যমে। যখন ক্রিকেটাররা অভিজ্ঞ হয় এবং দল একত্রে কাজ করে। এই জিনিসগুলো আমার মনে হয় সমাধান করতে হবে।’ যোগ করেছেন ল্যাঙ্গার।
এজবাস্টন টেস্টে জয় দিয়ে অ্যাশেজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ঘরের মাঠে দাপট দেখানো দলটি লর্ডস টেস্টে ছন্দ হারিয়ে ফেলে। যদিও শেষ পর্যন্ত ড্রয়ে শেষ হয় সিরিজের দ্বিতীয় টেস্ট।
হেডিংলি টেস্টে লড়াই করেও হেরেছে অজিরা। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট জিতে অ্যাশেজ ট্রফি ধরে রাখলেও ওভালে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি হেরেছে দলটি। এগিয়ে থেকেও ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া।