promotional_ad

সাইফউদ্দিন-সাকিবদের প্রশংসায় নবি

ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাওয়ার প্লে'তেই আফগানিস্তানের চার উইকেট ফেলে দেন বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। শুরুতে উইকেট হারালেও পরে অবশ্য ম্যাচে ফিরেছে আফগানিস্তান। পেয়েছে কাঙ্খিত জয়ের দেখা। আফগানদের ম্যাচ জেতানো মোহাম্মদ নবি নিজের দলকে পুরো কৃতিত্ব দিলেও পাওয়ার প্লে'তে বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করেছেন।


ম্যাচ শেষে নবি বলেন, 'এটা পুরোটাই দলীয় প্রচেষ্টা। বাংলাদেশ পাওয়ার প্লে তে অসাধারণ বোলিং করেছে। তারা আমাদের চাপে রেখেছিল। আমি আর আসগর ভালো পরিকল্পনা করেছিলাম।



promotional_ad

শেষ পাঁচ ওভারে পরিকল্পনা কাজে দিয়েছে। এই উইকেট প্রথম ম্যাচের চেয়ে ভালো ছিল। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা শর্ট নির্বাচনে ভুল করেছে।'


ম্যাচে বাংলাদেশের সামনে ১৬৫ রানের লক্ষ্য দাঁড় করানোর পথে ৭৯ রানের জুটি গড়েন আসগর আফগান এবং মোহাম্মদ নবি। আসগর করেন ৪০ রান। ম্যাচ সেরা নবির ব্যাটে আসে ৫৪ বলে তিনটি চার ও সাতটি ছক্কায় ৮৪* রান। 


কিছুদিন আগে চট্টগ্রামে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন নবি। জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে এখন পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে পারছেন তিনি।



নবি আরও বলেন, 'তরুণ ক্রিকেটাররা এখন টেস্ট খেলায় মনোযোগ দিতে পারবে। আমিও সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে পারব। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুভূতি এক রকম, জাতীয় দলে সেটা পুরোটাই আলাদা।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball